একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

|

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫২৩ জন ঢাকা এবং ঢাকার বাইরে ৩৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে মোট ৯৪ জন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply