আশঙ্কাজনক হারে ইবোলা ছড়িয়ে পড়ায় উগান্ডায় লকডাউন

|

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ উগান্ডায় আশঙ্কাজনক হারে ছড়িয়েছে ইবোলার প্রাদুর্ভাব। শনিবার দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। খরব বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি ১৯ জনের প্রাণহানির জেরে আরোপ করা হয়েছে এ কড়াকড়ি। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বার, নাইটক্লাব, উপাসনালয় ও ভ্রমণকেন্দ্রগুলো। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

গেল সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে বাড়তে শুরু করে ইবোলা। শুরুতে লকডাউন দিতে অস্বীকৃতি জানান দেশটির প্রেসিডেন্ট। তবে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply