বাইডেনের মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

|

পাকিস্তানের পরমাণু ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের ব্যাখ্যা জানতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে শাহবাজ শরীফ সরকার। শনিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। খবর আল জাজিরার।

এর আগে, গত বৃহস্পতিবার এক ভাষণে বাইডেন বলেন, পরমাণু শক্তিধর অন্যতম বিপজ্জনক দেশ হতে পারে পাকিস্তান। বাইডেনের এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন বলে জানান বিলাওয়াল। বলেন, বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা জানতেই শনিবার ডেকে পাঠানো হয় রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমকে। বাইডেনের মন্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হয় তার মাধ্যমে।

বিলাওয়ালের দাবি, আন্তর্জাতিক পরমাণু সংস্থার সব শর্তই পূরণ করছে ইসলামাবাদ। নিরাপত্তা ইস্যুতে বরং প্রতিবেশী ভারতকে নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও দাবি করেন তিনি। তবে বাইডেনের মন্তব্য ঘিরে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশাবাদ জানান বিলাওয়াল।

বিলাওয়াল ভুট্টো বলেন, পরমাণু নিরাপত্তা ইস্যুতে আইএইএ’র প্রতিটি শর্ত মেনে চলি আমরা। বরং আমাদের প্রতিবেশী ভারতের দিকে নজর দেয়া যেতে পারে। কারণ, কিছুদিন আগেই তারা ভুলবশত মিসাইল ছুড়েছিল আমাদের ভূখণ্ডে। প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য আমাকে অবাক করেছে। আমার মনে হয়, পারস্পরিক যোগাযোগের ঘাটতির কারণে এ ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply