বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

|

ছবি: সংগৃহীত

লা লিগার ম্যাচে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষদিকে বার্সা একটি গোল শোধ করতে পারলেও যোগ করা সময়ে পেনাল্টি উপহার দিয়ে হজম করে আরও একটি গোল। ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হারলো বার্সেলোনা।

রোববার (১৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেছেন কারিম বেনজেমা, ফেদে ভালভার্দে ও রদ্রিগো। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ১২ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন বেনজেমা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো ভালভার্দে। এ সময় বক্সের বাইরে থেকে নেয়া তার নিখুঁত শট বামদিকে ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি স্টেগান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ফেরান তোরেস একটি গোল শোধ দেন। এ সময় ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন আনসু ফাতি। সেটাতে ব্যাক ফ্লিক করে তোরেসকে দেন রবার্ত লেভানডোভোস্কি। আর তোরেস ঠান্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান।

ভিআর চেক করে ম্যাচের ৯০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। এ সময় রদ্রিগোকে ফাউল করেন সার্জিও বুসকেটস। পেনাল্টি থেকে এই ব্রাজিলিয়ান গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply