বাংলাদেশের ‘বেঙ্গল গোট’ নিয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ’র দারুণ আগ্রহের কথা আগেই শোনা গিয়েছিল। এবার জানা গেল এদেশে আসার পর থেকে তিনি আহার হিসেবে বেশিরভাগ সময় ছাগলের কাচ্চিই গ্রহণ করছেন।
রোববার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, হালাল মাংসের প্রতি ব্রুনাই যথেষ্ট নজর দিয়েছিল। আর আমরা তো আমাদের দেশে যথেষ্ট পরিমাণ গরু ছাগল তৈরি করি। ব্রুনাইয়ের সুলতানের আমাদের দেশের ছাগল খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা একটা ছাগল জীবিত পাঠাবো। আসার পর থেকেই উনাদের আমরা ছাগলের কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি।
তিনি বলেন, উনারা আমাদের সাথে হালাল মাংস সম্পর্কে আলোচনা করেছিলেন। তারা আমাদের জানিয়েছেন, আপনাদের দেশে হালাল মাংসের কোনো কোম্পানি থাকলে জানান আমরা সেটাকে একুয়ার করে নিতে চায় এবং সেটিকে আরও শক্তিশালী করতে চায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইউএইচ/
Leave a reply