খুব শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার, দেশ দুটি’র তরফ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।
সিনেট অধিবেশনে প্রেসিডেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, জুলাই মাসে ন্যাটো সম্মেলনের পর হতে পারে এই হাই-ভোল্টেজ বৈঠক। দিনক্ষণ ঠিক না হলেও; ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সম্ভাব্য ভেন্যু।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন পরিস্থিতি হবে আলোচনার মূল বিষয়।
এদিকে ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার ঘোষিত হবে বৈঠকের তারিখ ও স্থান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সাথে সাক্ষাতের পরই এ বিষয়ে সম্মতি দিলেন রুশ প্রেসিডেন্ট।
গতবছর নভেম্বরে শেষবার এশীয়-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ট্রাম্প-পুতিন।
Leave a reply