বুধবার দিবাগত রাতে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় পর্বে উঠেছে ব্রাজিল। স্বস্তির পাশাপাশি কিছু অস্বস্তিও আছে সেলেসাওদের। ম্যাচের ১০ মিনিটের মাথায় পিঠের ব্যাথা নিয়েই মাঠ ছেড়ে যেতে হয় ব্রাজিলের লেফটব্যাক মার্সেলোকে। ব্যাথায় যেভাবে কাতর হয়ে ছিলেন তা দেখে অনেকেই তার বিশ্বকাপের শেষ দেখে ফেলেছিলেন। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন আশ্বস্ত করেছে, মার্সেলোর চোট গুরুতর কিছু নয়। মেক্সিকোর বিপক্ষে তিনিই থাকছেন।
মার্সেলোও ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি।
নকআউট পর্বের ম্যাচে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়া মাঠে নামাটা যে খুব স্বস্তির হতো না সেটি সার্বিয়ার বিপক্ষে ম্যাচেই বুঝা গেছে। মার্সেলোর অবর্তমানে বাম পাশ দিয়ে আক্রমণের গতি অনেকটাই স্লথ হয়ে গিয়েছিল। অবশ্য, মার্সেলোর বিকল্প হিসেবে নামা ফেলিপ লুইস ভালোই চেষ্টা করেছেন। প্রয়োজন পড়লে যে তার ওপর নির্ভর করতে পারবেন কোচ তিতে সে বার্তাও দিয়ে রেখেছেন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply