কুমিল্লায় ভোট দেখতে এসে ‘হোঁচট খেয়ে’ যুবকের মৃত্যু

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ দেখতে এসে বুড়িচং উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে, বুড়িচং থানার ওসি জানিয়েছেন, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন এলাকার লোকজন উপজেলা সদরে আসতে থাকে। সকাল ১০টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া এলাকা থেকে মাইক্রোবাস যোগে অন্যদের সাথে বুড়িচং সদর আসেন ওই এলাকার আবদুল জলিলের ছেলে মো. রাশেদ (৩৫)। এ সময় সে বুড়িচং সদরে বসুন্ধরা চত্বরে এসে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উপজেলার কাছাকাছি যায়। কিছুক্ষণ পর তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু জানান, হাসপাতালে আনার আগেই যুবকটির মৃত্যু হয়েছে। নিহতের মুখমণ্ডলে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ভোট দেখতে আসার পথে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত যুবক উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply