নেহরু-গান্ধি পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব, সভাপতি পদে ভোট অনুষ্ঠিত

|

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো আজ সোমবার (১৭ অক্টোবর)। মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে একজনকে বেছে নিতে এদিন ব্যালটের মাধ্যমে রায় জানিয়েছেন দলটির প্রতিনিধিরা।

দেশজুড়ে কংগ্রেসের কার্যালয়গুলোয় সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানী নয়াদিল্লিতে দলের প্রধান কার্যালয়ে ভোট দেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি। একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাহুল গান্ধিসহ ভারত জোড়ো যাত্রায় অংশ নেয়া ৪০ নেতাকর্মীর জন্য কর্নাটকে খোলা হয়েছে বিশেষ ভোটকেন্দ্র। কংগ্রেসের ৯ হাজারের বেশি প্রতিনিধি ভোট দিয়েছে দলের সভাপতি বাছাইয়ে।

৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে বা ৬৬ বছরের শশী থারুরে; যিনিই নির্বাচিত হোক দীর্ঘ ২৪ বছর পর এবারই নেহরু-গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের দায়িত্ব নেবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply