২২ ঘন্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ডাম্ব ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ২ শতাধিক যানবাহন আটকে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া–কাঁঠালবাড়ি নৌরুটের পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল নয়টার দিক এ রুটের সকল লঞ্চ, স্পীডবোট ও ৭ টি ডাম্ব ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পদ্মায় প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকার কারণে রো রো ফেরি ও কেটাইপ ফেরি চলাচলও মারাত্মকভাবে ব্যহত হয়। এসময় যে কয়েকটি ফেরি চলাচল করে তাতে পরিবহনের চেয়ে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে এ রুটের সকল ফেরি, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সহকারী ম্যানেজার মমিনউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যহত হওয়ায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়েছে। আমরা যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply