অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকে চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। টেস্টের পর ওয়ানডেতেও অজিদের নেতৃত্ব দেবেন সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলার।

গত সেপ্টেম্বরে অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর পর গুঞ্জন উঠেছিল ডেভিড ওয়ার্নারকে ফেরানোর। নাম এসেছিল অ্যালেক্স ক্যারিরও। মিচেল মার্শকেও এই দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়েছিল। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট অধিনায়ক কামিন্সের হাতেই তুলে দেয়া হলো অজিদের ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব।

ওয়ানডের পাশাপাশি টেস্ট দলকেও নেতৃত্ব দিচ্ছেন কামিন্স। তার অধীনে ওয়ানডেতেও দল ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন কামিন্স। নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বের পরীক্ষা শুরু হবে ডানহাতি এই ফস্ট বোলারের। নতুন দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, ফিঞ্চের অধীনে খেলে তার নেতৃত্ব দেখে অনেক কিছুই শিখেছি। তার স্থলাভিষিক্ত হওয়াটা সম্মানের।

আরও পড়ুন: শেষ হলো কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিয়ে জল্পনা-কল্পনা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply