গাইবান্ধায় উপ-নির্বাচনে অনিয়মের তদন্তে শুনানি শুরু

|

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) গঠিত তদন্ত কমিটি। শুনানিতে বন্ধ ঘোষিত কেন্দ্র সংশ্লিষ্ট ৬৮৫ জনকে ডাকা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউসে সকাল ৯টায় এ শুনানি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত চলবে শুনানি কার্যক্রম। প্রথম দিনে গ্রহণ করা হবে নির্বাচন সংশ্লিষ্ট ১৩৬ জনের বক্তব্য। তাদের মধ্যে রয়েছে ১১ জন প্রিজাইডিং অফিসার, ৫৫ জন পোলিং এজেন্ট ও গাইবান্ধা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া এই শুনানিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা।

দ্বিতীয় দিনে ৫২২ জন এবং ৩য় দিনে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রার্থীসহ ২৭ জন এ শুনানিতে অংশ নেবেন। এর আগে গত ১২ অক্টোবর নির্বাচন চলাকালীন সিসিটিভিতে ফুটেজে অনিয়ম ধরা পরায় ভোট বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply