রূপপুরে দ্বিতীয় পারমাণবিক চুল্লি বসছে কাল

|

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লি বসছে আগামীকাল বুধবার। এর ফলে এই মেগা প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ ৫৫ শতাংশ শেষ হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালক জানান, আগামী বছরই কেন্দ্রে মূল জ্বালানি ইউরেনিয়াম চলে আসবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা ডলার সংকট প্রকল্প বাস্তবায়নে প্রভাব ফেলেনি দাবি করে বিজ্ঞান মন্ত্রী বলেন, নির্ধারিত ২০২৪ সালেই উৎপাদনে আসবে প্রথম ইউনিট। দুটি ইউনিটে দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথমটি থেকে ২০২৩ এর শেষে এক হাজার ২০০ মেগাওয়াট এবং দ্বিতীয়টি থেকে সমপরিমাণ বিদ্যুৎ মিলবে ২০২৪ সালের শেষ দিকে।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার অর্থায়ন, ডিজাইন ও কারিগরি সহায়তায় ভিভিআর-১২০০ মডেলের দুটি পারমানবিক চুল্লি স্থাপন হবে। ২০১৭ সালে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply