দ্বিতীয় মাসে গড়ালো ইরানের হিজাব ইস্যুতে চলমান আন্দোলন। তেহরান ছাড়াও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়েছে পোশাকের স্বাধীনতার দাবিতে শুরু হওয়া এ বিক্ষোভ।
এক মাস পূর্তি ও মাহশা আমিনি স্মরণে এদিন ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নামেন নারী আন্দোলনকারীরা। এ সময়, চুল কেটে তারা প্রতিবাদ জানান। এছাড়া, শ্লোগানে মুখর ছিল দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠান। তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কট্টরপন্থি নীতিমালার কারণেই ইরান গোড়ামির অন্ধকারে ডুবে যাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ঠিকভাবে না হিজাব করার অভিযোগে গ্রেফতার হন মাহশা আমিনি (২২)। পুলিশি হেফাজতে তিনি অজ্ঞান হয়ে পড়লে, তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরে, মারা যান মাহশা। আর তাতেই, গোটা ইরানে ছড়িয়ে পরে বিক্ষোভ-প্রতিবাদ। প্রাণ হারান দুইশো’র কাছাকাছি মানুষ।
/এসএইচ
Leave a reply