রাশিয়ার বিরুদ্ধে জাপোরিঝিয়ার দুই কর্মীকে অপহরণের অভিযোগ

|

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই সিনিয়র কর্মীকে রাশিয়া অপহরণ করেছে-বলে অভিযোগ করেছে ইউক্রেন। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ অভিযোগ করে ইউক্রেনের পারমাণবিক শক্তি সংস্থা এনার্জোয়াটম।

এক টেলিগ্রাম পোস্টে এনার্জোয়াটম জানিয়েছে, সোমবার (১৭ অক্টোবর) জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান ওলেহ কোস্টিওকভ এবং প্ল্যান্ট পরিচালকের সহকারী ওলেহ ওশেককে আটক করে রাশিয়ান সেনা সদস্যরা। অপহৃতদের বর্তমান অবস্থান বা অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানিয়েছে এনার্জোয়াটম।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রুশ সেনারা। গত মাসে কেন্দ্রটি পরিদর্শন করে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply