Site icon Jamuna Television

ব্রিটেনের সাবেক পাইলটরা যোগ দিচ্ছেন চীনা সামরিক বাহিনীতে

মোটা অর্থের বিনিময়ে ব্রিটেনের সাবেক সামরিক পাইলটরা যোগ দিচ্ছেন চীনের সামরিক বাহিনীতে। গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চীনের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে ব্রিটেনের সাবেক সেনা কর্মকর্তাদের নিয়োগ দেয়া হচ্ছে বলে জানানো হয় বিবিসির এক প্রতিবেদনে। এরই মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর অন্তত ৩০ কর্মকর্তা চীনে গিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ গোয়েন্দারা এ বিষয়ে প্রথমবারের মতো জানতে পারেন ২০১৯ সালে। পশ্চিমা কোনো দেশের সাথে যুদ্ধ বাঁধলে কীভাবে তা মোকাবেলা করবে চীনা সামরিক বাহিনী সেই বিষয়ে প্রশিক্ষণ দিতেই তাদের নিয়োগ দেয়া হয়।

চীনে নিযুক্ত কোনো কোনো ব্রিটিশ কর্মকর্তাকে ২ লাখ ৭০ হাজার পাউন্ড পর্যন্ত দেয়া হয়েছে বলেও জানানো হয়। এরই মধ্যে এ বিষয়ে সতর্কতা জারি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/এডব্লিউ

Exit mobile version