শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের পা বিচ্ছিন্ন

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক প্রতিপক্ষের হামলায় সজীব বিশ্বাস (১৬) নামের এক স্কুলছাত্রের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভবানিপুর মাঠের খালের ব্রিজের ওপরে। সজীব নিত্যানন্দনপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও হাজী মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাসের সমর্থক নিত্যানন্দনপুর গ্রামের সজীব, রাব্বী ও আশিক মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে ভবানিপুর মাঠের খালের ব্রিজের ওপর বসে ছিল। এ সময় নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থক সাহাবাজপুর গ্রামের আসাদ, রাশেদ, সলেমান, আলমগীর, তালিম, ফয়সাল, নিত্যানন্দনপুর গ্রামের হুকুম, চর ভবানিপুর গ্রামের কলম, বোড়ামারা গ্রামের আমু, দবির ও বাবুলসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় রাব্বি ও আশিক দৌড়ে পালিয়ে গেলেও সজীবকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া সজীবের হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা তিনটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা সজীবকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সামাজিক আধিপত্য নিয়ে সজীবকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply