রূপপুর প্রকল্পে বসছে দ্বিতীয় পারমাণবিক চুল্লি

|

দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বসছে দ্বিতীয় চুল্লি। আজ বুধবার (১৯ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এই মেগা প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ ৫৫ শতাংশ শেষ হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালক বলছেন, আগামী বছরই মূল জ্বালানি ইউরেনিয়াম কেন্দ্রে চলে আসবে। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ প্রকল্পের কাজ পরিদর্শন করতে এসে রুশ-ইউক্রেন যুদ্ধ বা ডলার সংকট প্রকল্প বাস্তবায়নে প্রভাব ফেলেনি দাবি করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বলেন, দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথমটি থেকে ২০২৩ এর শেষে এক হাজার ২০০ মেগাওয়াট এবং দ্বিতীয়টি থেকে সমপরিমাণ বিদ্যুৎ মিলবে ২০২৪ সালের শেষ দিকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply