আইরিশদের বিরুদ্ধে টস জিতে স্কটল্যান্ডের ব্যাটিং

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে গ্রুপ বি’র লড়াইয়ে এই মুহূর্তে লড়ছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। শেষ খবর পর্যন্ত, ৫ ওভার শেষে স্কটিশদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান।

হোবার্টে স্কটল্যান্ডের ইনিংসের সূচনা করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তবে ভালো সূচনা করতে পারেননি তারা। ২য় ওভারেই মানসির উইকেট তুলে নেন মার্ক অ্যাডেয়ার। এরপর মাইকেল জোনস ও ম্যাথু ক্রস রানের গতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। ১৩ বল থেকে ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২২ রানে অপরাজিত আছেন ক্রস।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ৪২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আপাতত টেবিলের শীর্ষে। আরেক ম্যাচে জিম্বাবুয়ে ৩১ রানে হারায় আয়ারল্যান্ডকে। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। আজ একই ভেন্যুতে দিনের ২য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

আরও পড়ুন: হারের বৃত্তে বন্দি থাকলেও বিশ্বকাপে ভালো শুরু পাবে বাংলাদেশ, প্রত্যাশা নান্নুর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply