রাশিয়ার সাথে যোগসাজশ; জার্মানির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান বরখাস্ত

|

রাশিয়ার সাথে যোগসাজশের অভিযোগে সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান আর্নে শোনবমকে বরখাস্ত করেছে জার্মানি। ২০১৬ সাল থেকে জার্মানির ফেডারেল সাইবার সিকিউরিটি অথরিটি বিএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তাকে বরখাস্তের ঘোষণা আসে। রুশ গোয়েন্দা বিভাগের সাথে তার যোগাযোগ আছে, এমন তথ্য উঠে আসে জার্মানির জনপ্রিয় একটি গণমাধ্যমে। অভিযোগ, একটি সংগঠনের মাধ্যমে রাশিয়াকে করেছেন সহায়তা। এরপরই তদন্ত শুরু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এখনও চলছে।

বিএসআইতে যোগ দেয়ার আগে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আর্নে। যার মাধ্যমে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের অনলাইন নিরাপত্তা ইস্যুতে পরামর্শ দিতেন। এটির মাধ্যমেই রুশ গোয়েন্দা প্রতিষ্ঠানের সাথে তার সম্পৃক্ততা হয় বলে জানায় দেশটির গণমাধ্যম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply