আসন্ন ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের এখনও পুরো এক বছর বাকি। আর এর মধ্যে পাক-ভারত ক্রিকেটের স্নায়ুযুদ্ধ শুরু। হঠাৎ ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে ঘোষণা দিয়েছে ভারত। এ ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপ খেলেতে পাকিস্তানে না যাওয়ার প্রসঙ্গে বিসিসিআই সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেটের সভাপতি জয় শাহ বলেন, আগামী এশিয়া কাপ যেন পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেয়ার দাবি জানাবে বিসিসিআই। তবে জয় শাহের এই বক্তব্যকে একতরফা আখ্যা দেয় পিসিবি। তারা জানায়, এই সিন্ধান্ত পরের বছর ওয়ানডে বিশ্বকাপসহ আইসিসির অন্য ইভেন্টগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে।
বুধবার (১৯ অক্টোবর) পাকিস্তানের ক্রিকেটের গভর্নিং বডি এক বিবৃতিতে বলেছে, পরের বছরের এশিয়া কাপকে নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার বিষয়ে এসিসি সভাপতি জয় শাহের মন্তব্যে পিসিবি বিস্ময় ও হতাশা প্রকাশ করছে। মন্তব্যগুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (ইভেন্ট হোস্ট) সাথে কোন আলোচনা বা পরামর্শ ছাড়াই এবং তাদের দীর্ঘমেয়াদী পরিণতি ও প্রভাব সম্পর্কে কোনো চিন্তাভাবনা ছাড়াই করা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, শাহের এশিয়া কাপ স্থানান্তরের বিবৃতিটি স্পষ্টতই একতরফাভাবে করা হয়েছে। যে দর্শন ও চেতনা থেকে এসিসি গঠিত হয়েছিল, এটি তার পরিপন্থী। এটি সদস্যদের স্বার্থ রক্ষা এবং এশিয়ায় ক্রিকেট খেলাকে সংগঠিত, বিকাশ ও প্রচারের জন্য একটি সংযুক্ত এশিয়ান ক্রিকেট সংস্থা। এই ধরনের বিবৃতিগুলির সামগ্রিক প্রভাব এশিয়ান এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করার সম্ভাবনা রাখে। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য পাকিস্তানের ভারত সফরকে প্রভাবিত করতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
এএআর/
Leave a reply