হিলি প্রতিনিধি:
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি সোনার বার জব্দ করেছে হিলি কাস্টমস গোয়েদা। এ সময় ৫ জনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ৪টার দিকে ভারতগামী ৫ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দ করা সোনার বারগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃতরা হলেন- মানিকগঞ্জের ফরহাদ, মনোরঞ্জন, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, এবং ঢাকার মতিয়ার রহমান।
হিলি কাস্টমস গোয়েন্দা সুপারিনটেন্ড সোহেল রায়হান জানান, সোনা পাচারকারীর একটি চক্র হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেশ কিছু সোনার বার ভারতে পাচার করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা সদস্যরা ইমিগ্রেশন এলাকায় ওঁত পেতে থাকে। বিকেল ৪টার দিকে প্রথমে দু’জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে যাবার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসে। এ সময় কাস্টমসে তাদের দেহ তল্লাশি করে প্রথমে ১০টি এবং পরবর্তীতে আরও ৩ জনকে আটক করে তাদের শরীর তল্লাশি করে ১৪টিসহ মোট ২৪টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
ইউএইচ/
Leave a reply