পরিকল্পিত ঢাকা গড়ে তুলতে ড্যাপ বাস্তবায়নে সরকার সবপক্ষকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত ‘বাসযোগ্য ঢাকা কতদূর’ শিরোনামে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, শহরের সুবিধা গ্রামে পৌঁছাতে সরকার কাজ করছে। আর এ সুবিধা বাস্তবায়ন হলে ঢাকামুখী জনস্রোত কমবে। ঢাকার চারপাশের জেলাগুলোর পরিকল্পিত উন্নয়ন ও ঢাকার সাথে যোগাযোগ বৃদ্ধি হলেও নগরের ওপর মানুষের চাপ কমবে।
অনুষ্ঠানে পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলেন, পরিবেশ বজায় রেখে পরিকল্পিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে রাজউক। তাই আগামী দিনে শুধু ড্যাপ নয় পরিবেশ ও উন্নয়নের সমন্বয় না ঘটাতে পারলে ঢাকা আর বাসযোগ্য থাকবে না। রাজউককে অবকাঠামো ও আইনিভাবে শক্তিশালী করতেও মত দেন বক্তারা।
ইউএইচ/
Leave a reply