মিয়ানমারে কারাগারের বাইরে বিস্ফোরণে নিহত ৮, আহত ১৮

|

মিয়ানমারে রাজধানী ইয়াঙ্গুনে একটি কারাগারের বাইরে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন এবং ১৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ অক্টোবর) ইয়াঙ্গুনের একটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিস্ফোরণের সংখ্যা উল্লেখ না করে জান্তা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বন্দীদের জন্য পার্সেল নামানোর সময় ভিড়ের মধ্যে বোমাগুলো আঘাত হানে।

এ ঘটনার জন্য সন্ত্রাসীদের দায়ী করে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে ১০ বছরের এক শিশুসহ ৩ কারারক্ষী নিহত হয়েছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিক আরেকটি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। এ বিষয়ে জান্তা মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি সংবাদ সংস্থাকে কোনো জবাব দেননি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply