সালটা ছিল ২০১৫। সে বছরই বড় পর্দায় মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’। সিনেমার পরতে পরতে ছিলো ভরপুর থ্রিলার। এরপর কেটে যায় ৭টি বছর। আবারও সেই টানটান উত্তেজনা নিয়ে বড় পর্দায় ফিরছেন অজয় দেবগন। সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় অভিনীত ‘দৃশ্যম টু’ সিনেমার ট্রেলার। পুলিশ ডিপার্টেমেন্টের ওপর মানুষ আর আস্থা রাখবে কিনা- এমন প্রশ্নেরই ইঙ্গিত মিলেছে নতুন এ সিনেমার ট্রেলারে।
মনে পড়ে পুলিশ অফিসার মীরা দেশমুখ এর ছেলে স্যামের রহস্যময় মৃত্যুর কথা? সাত বছর পরেও তার মৃতদেহের কোনো হদিস মেলেনি। তবুও হাল ছাড়েনি স্যামের মাৎ মীরা দেশমুখ। সাত বছরের পুরোনো সেই ঘটনার ফাইল খোলা হলো আবার নতুনভাবে। আর ইনভেস্টিগেটিং অফিসারের উদ্যোগে ভয়ে জুজু বিজয় সালগাওকার। বলছি, দৃশ্যম সিনেমার কথা।
বিজয় সালগাওকারের একটি মাস্টারস্ট্রোক কীভাবে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে নাকানি চোবানি খাইয়েছিল সেই ঘটনার প্রতিটি মুহূর্ত বড় পর্দায় তারিয়ে তারিয়ে উপভোগ করেছিল দর্শক। ২০১৫ সালের মালায়ালাম সিনেমার রিমেক দৃশ্যম। সিনেমার চূড়ান্ত সাফল্যের পর এবার মুক্তির অপেক্ষায় দৃশ্যম টু। টানটান উত্তেজনায় ভরপুর দৃশ্যম টু এর টিজারের পর এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার।
ট্রেলারে দেখা যায়, পর্দার বিজয় সালগাওকার ওরফে অজয় দেবগনকে ইনভেস্টিগেটিং অফিসার অক্ষয় খান্নার জেরার মুখে পড়তে হয়েছে। আইজি মীরা দেশমুখের ছেলের মৃত্যুর পিছনে তার ও সালগওকরের পরিবারের হাত রয়েছে সেটা প্রমাণ করাই এবার উদ্দেশ্য অক্ষয়ের।
নিশিকান্ত কামাতের পর এ সিনেমা পরিচালনার দায়িত্বে আছেন অভিষেক পাঠক। সত্যকে লুকিয়ে রাখার হাজার চেষ্টা করলেও শেষ রক্ষা শেষ পর্যন্ত হয় না। জীবনের এ কঠিন বাস্তবটাই যেনো এবার মেনে নিতে যাচ্ছেন বিজয় সালগাওকার। সিনেমার ট্রেলারে অনেকটা সে ইঙ্গিতই মিলেছে। তাহলে কি এবার সত্যিই পুলিশের জালে ধরা দেবেন বিজয়? শেষ পর্যন্ত সাত বছরের পুরোনো ঘটনার ফাইল পুনরায় খুলে অজয় দেবগনকে কি উপযুক্ত শাস্তি দিতে পারবে পুলিশ ডিপার্টমেন্ট? সেই উত্তর মিলবে আগামী ১৮ নভেম্বর।
/এসএইচ
Leave a reply