ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) একটি প্রতিনিধিদল সিরিয়া সফরে করেছে। সফরে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১১ সালের মার্চে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধিদল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। খবর পার্সটুডের।
বুধবার (১৯ অক্টোবর) গাজা উপত্যকায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ-প্রধান খলিল আল হাইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বলেন, সৃষ্টিকর্তা চাইলে আমরা এখন থেকে আবার আগের সম্পর্কে ফিরে যাবো। হামাস সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল বা আমেরিকার যেকোনো আগ্রাসনের বিরোধী।
হাইয়া বলেন, কোনো ব্যক্তিবিশেষের কারণে সিরিয়ার সঙ্গে হামাসের সম্পর্কে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল তা দূর করতে একমত হয়েছে হামাস ও দামেস্ক।
উল্লেখ্য, ২০১১ সাল পর্যন্ত সিরিয়ার রাজধানী দামেস্কে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদর দফতর অবস্থিত ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর সে দফতর গুটিয়ে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করা হয়েছিল। এই সফরের পর দামেস্কে সংগঠনটির দফতর পুনরায় চালু হতে যাচ্ছে।
এএআর/ইউএইচ/
Leave a reply