আবারও পেছালো সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠনের শুনানি

|

আবারও পিছিয়েছে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার অভিযোগ গঠনের শুনানি। আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদাদলত-৬ এর বিচারক আল আসাদ মো. আশিকুজ্জামান এই দিন ধার্য করেন। আজ শুনানিতে হাজির হয়েছিলেন সম্রাট। সম্রাটের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন তার আইনজীবী এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে অংশ নেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে তার বিরুদ্ধে। এ মামলায় ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply