মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতিতে সংকট বাড়ছে: সিপিডি

|

মূল্যস্ফীতি লাগামহীন, পরিত্রাণের লক্ষণ নেই। এমন অবস্থায় খাদ্য সংকটের আভাস স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিপিডি আয়োজিত ‘বিশ্ব অর্থনীতির মন্দার আভাস এবং বাংলাদেশের চ্যালেঞ্জ’ বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ড. ফাহমিদা খাতুন বলেন, আমদানি করা পণ্যের পাশাপাশি দেশি পণ্যেরও দাম বেড়েছে। মূল্যস্ফীতির তথ্য বাজারের সঙ্গে সঙ্গতি পূর্ণ নয়। মূল্যস্ফীতির হিসাবে, বিবেচনায় নেয়া পণ্য ও সেবার তালিকা হালনাগাদ করার তাগিদ দিয়েছে সিপিডি।

সংস্থাটি বলছে, ২০০৫ সালে পণ্য ও সেবার তালিকা তৈরি করেছিল। ১৭ বছরে তা পরিবর্তন করা হয়নি। অথচ মানুষের খাদ্যাভাসে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমছে। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ২০২৩ সালে রিজার্ভের পরিমাণ দাঁড়াবে সাড়ে ৪২ বিলিয়ন ডলারে। কিন্তু মজুদ আছে ৩৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। এই মজুদ থেকে বাদ দিতে হবে ৭ দশমিক ২ বিলিয়ন ডলার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply