সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছা বর্তমান সরকারের নেই: জিএম কাদের

|

ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছা বর্তমান সরকারের নেই- বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয় পেয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জে বিশিষ্টজনদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, কোথাও ভোটের পরিবেশ নাই। জোর করে নির্বাচন ছিনিয়ে নেয়া হচ্ছে। দেশে এখন স্বৈরশাসন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

জিএম কাদের অভিযোগ করে বলেন, ইউক্রেন যুদ্ধ নয় দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে মঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। রিজার্ভ কমে গিয়ে আমদানি হুমকির মুখে পড়েছে। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। এজন্য জাতীয় পার্টিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতারা বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply