মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিকে পেছনে ফেলে এগিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এক জরিপে উঠে এসেছে এ তথ্য। খবর ওয়াশিংটন পোস্ট।
গত সেপ্টেম্বরে আরেক জরিপে দেখা গিয়েছিল, ডেমোক্রেটিক পার্টির চেয়ে সামগ্রিকভাবে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে বিরোধী রিপাবলিকান দল। এবার সেই ব্যবধান আরও বাড়ল। নতুন জরিপে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি। স্বতন্ত্র ভোটারদের বিরাট একটা অংশ রিপাবলিকানদের পক্ষে সমর্থন জানাচ্ছে।
যদিও মার্কিন রাজনীতিতে এই স্বতন্ত্র ভোটারদেরকে অনানুষ্ঠানিকভাবে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে বিবেচনা করা হয়ে থাকে।
রিপাবলিকানদের নির্বাচনী দৌড়ে এগিয়ে যাওয়ার পেছনে যে বিষয়গুলো বিশেষভাবে ভূমিকা রেখেছে তা হচ্ছে, ব্যাপক মুদ্রাস্ফীতি, দীর্ঘমেয়াদী মন্দাবস্থা, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং রুশ-ইউক্রেন যুদ্ধে ডেমোক্রেটদের কঠোর অবস্থান।
নতুন জরিপে আরেকটি তথ্য উঠে এসেছে তা হচ্ছে, এই মুহূর্তে যদি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বাইডেন হেরে যাবেন। আমেরিকার দুই-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ তিন জনের মধ্যে দুই জন মনে করেন আমেরিকা ভুল পথে পরিচালিত হচ্ছে।
এএআর/
Leave a reply