শাবিপ্রবি’র উপাচার্য বিরোধী আন্দোলন; মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক ছাত্ররা

|

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, সিলেট:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে দায়েরকৃত মামলায় শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের অব্যাহতির আদেশ দেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, শাবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান খান, রেজা নূর মুইন, নাজমুল সাকিব, এ কে এম মারুফ হোসেন ও ফয়সল আহমেদ ।

গত ২৫ জানুয়ারি শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মো. লায়েক আহমদ নামের এক ব্যক্তি। পরে তাদের ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। এরপরের দিন, ২৬ জানুয়ারি তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এ মামলায় তাদের সম্পৃক্ততা পায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আবু খালেদ মামুন বৃহস্পতিবার আদালতে মামলার চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply