ভারতে তিন তালাকের পর এবার বহুবিবাহ ও হিল্লা বিয়ে বন্ধে উদ্যোগ নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের চর্চাকে ‘অসাংবিধানিক’ ঘোষণায়, দেশটির সর্বোচ্চ আদালতে আবেদনের প্রেক্ষিতে নেয়া হয় এ পদক্ষেপ।
এরই মধ্যে আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি, বহুবিবাহ ও হিল্লা বিয়ে নিয়ে দেশটির মুসলিম শরিয়াহ আইনের বিধানে কী বলা আছে, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে সরকার ও আইন মন্ত্রণালয়কে।
গণমাধ্যম জানিয়েছে, বিষয়টি সুপ্রিম কোর্টে উঠলে আবেদনকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
ধর্মীয়ভাবে বহুবিবাহ ও হিল্লা বিয়ের প্রথা যৌক্তিক বলে দাবি করা হলেও, আইনগত ও সামাজিকভাবে এসব চর্চার বৈধতা নিয়ে রয়েছে বিতর্ক।
এর আগে, গেল বছরের আগস্টে ‘তিন তালাক’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে শাস্তির বিধান জারি করেন ভারতের সর্বোচ্চ আদালত।
Leave a reply