দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন পুতিন

|

ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ অক্টোবর) দেশটির নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর আসে এ ঘোষণা।

রয়টার্সের খবরে জানানো হয়েছে, এ সংক্রান্ত ডিক্রিতে সই করেছেন পুতিন। গত মাসে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করা জাপোরিঝিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্কে জেলেনস্কি বাহিনীর তৎপরতা ঠেকাতেই সামরিক আইন বলে জানান তিনি। অঞ্চলগুলোয় কাজ করার জন্য প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নেতৃত্বে একটি বিশেষ কাউন্সিল গঠনের নির্দেশ দেন পুতিন।

নতুন ডিক্রি জারির ফলে নিয়ন্ত্রিত হবে ওই অঞ্চলের মানুষের চলাচল, বিশেষ ক্ষমতা পাবে সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্টের দাবি, ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে এই পদক্ষেপ। একই দিন খেরসনের পরিস্থিতি বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছিলেন ইউক্রেনে রুশ কমান্ডার সের্গেই সুরোভিকিন। সেখান থেকে এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply