কৃষ্ণ সাগরে ব্রিটিশ বিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল রাশিয়া

|

ছবি: সংগৃহীত

কৃষ্ণ সাগরে ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের বিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল রাশিয়ার ফাইটার জেট। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বেন ওয়ালেস জানান, আন্তর্জাতিক আকাশসীমায় ২৯ সেপ্টেম্বর হয় এ ভয়াবহ ঘটনা। এ সময় রয়েল এয়ারফোর্সের ‘আর সি- ওয়ান থার্টি ফাইভ রিভেট জয়েন্ট’ বিমানটি টহল দিচ্ছিল কৃষ্ণ সাগরে। পর্যবেক্ষক যানটির সাথে ছিল না কোনো অস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম। তাতে মিসাইল ছোড়ে রাশিয়ার দুটি ‘সুখয়- টোয়েন্টি সেভেন’ জেট। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ হিসেবে আখ্যা দেয় পুতিন প্রশাসন। ব্রিটিশ তদন্তেও বেরিয়ে এসেছে রুশ বাহিনীর কারিগরি জটিলতার তথ্য। সে কারণে মৌখিক হুঁশিয়ারি দেয়া হয়েছে আপাতত।

তিন সপ্তাহ পর অঞ্চলটিতে শুরু হয়েছে ব্রিটিশ এয়ারফোর্সের টহল। তবে নিরাপত্তার খাতিরে এবার সাথে রয়েছে ফাইটার জেটও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply