সুদানে গোষ্ঠী সংঘাত, নিহত কমপক্ষে দেড় শতাধিক

|

ছবি: সংগৃহীত

সুদানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দেড় শতাধিক মানুষ। এ সংঘর্ষে নিহতদের তালিকায় বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নীলনদ রাজ্যের দক্ষিণাঞ্চল দু’দিন ধরে উত্তাল রয়েছে। মূলত ভূমির ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। তুলনামূলক ক্ষমতাধর হুসা জাতিগোষ্ঠী হামলা চালায় বিরোধীদের ওপর। এ সময় জ্বালিয়ে দেয়া হয় স্থানীয়দের ঘরবাড়ি-দোকানপাট। এলোপাতাড়ি গুলি ছোড়া হয় নিরীহ গ্রামবাসীদের ওপর।

গেল ১৩ অক্টোবর থেকে উত্তাল অঞ্চলটি। এক সপ্তাহে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু লিপিবদ্ধ করেছে প্রশাসন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩২৭ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস ওসিএইচএ জানিয়েছে, মৃত্যুঝুঁকিতে বসতভিটা ছেড়েছেন দেড় হাজারের মতো মানুষ।
আরও পড়ুন: চাদে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ৭২
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply