বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ। ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সমান দুই পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে উইন্ডিজ-আয়ারল্যান্ড। ম্যাচটি যে জিতবে তারাই সুপার টুয়েলভ নিশ্চিত করবে।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে বাঁচা মরার ম্যাচে মাঠে নেমেছেন নিকোলাস পুরানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান।

একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে উইন্ডিজ। ব্রুক্সের পরিবর্তে দলে ঢুকেছেন ব্র্যান্ডন কিং। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে লড়ছে আয়ারল্যান্ড।

উইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিন স্মিথ, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লরকান টাকার (উইকটেকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, সিমি সিং, ব্যারি ম্যাকক্যার্থি ও জশ লিটল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply