কর্মস্থলে ফিরেছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

|

রাজশাহী ব্যুরো:

কর্মবিরতি শিথিলের পর কর্মস্থলে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

জরুরী বিভাগের পাশাপাশি সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। সংকট কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা।

এর আগে, আবাসিক হলের ছাদ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থী শাহরিয়ার চিকিৎসা অবহেলায় মারা গেছে এমন অভিযোগে বুধবার সন্ধ্যায় মেডিকেল ভাংচুর করে তার সহপাঠীরা। এর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে শিথিল করা হয় কর্মবিরতি। অবশেষে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply