চূড়ান্ত পর্ব নিশ্চিতের বাঁচা মরার লড়াইয়ে উইন্ডিজের দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১ উইকেটে হারিয়ে ৭৮ রান।
প্রথম ওভারে ওবেড ম্যাককয়কে দেখেশুনে খেলে দ্বিতীয় ওভার থেকেই ঝড় তোলে আয়ারল্যান্ডের ওপেনিং জুটি। ম্যাককয় ৫ রান দেয়ার পর দ্বিতীয় ওভারে আকিল হোসেনের কাছ থেকে ১৬ রান আদায় করেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। এর পরের ওভারগুলো থেকে ১০, ১৪, ৯ ও ১০ রান তোলেন তারা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে ওপেনিং জুটি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। দলীয় ১০ রানে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স। ২৪ রান করে ফেরেন আরেক ওপেনার জনসন চার্লস। মাত্র ১৩ রান করে ডেলানির বলে কাটা পড়েন এভিন লুইস। ব্যাট হাতে এবারও ব্যর্থ অধিনায়ক নিকোলাস পুরান। ১৩ রান করে ডেলানির দ্বিতীয় শিকারে পরিণত হোন তিনি। শেষ পর্যন্ত ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৬২ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানের পুঁজি পায় উইন্ডিজ। জবাবে স্টার্লিং ও বালবার্নির ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় আয়ারল্যান্ড।
ইউএইচ/
Leave a reply