তৃণমূল শক্তিশালী বলেই আওয়ামী লীগ ক্ষমতায়: প্রধানমন্ত্রী

|

স্বাধীনতাবিরোধী, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও খুনিরা যেন আবারো ক্ষমতায় না আসে সেজন্য সজাগ থাকতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কোন্দল ও দ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা তিনি। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল শক্তিশালী বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে

শনিবার দুপুরে গণভবনে দ্বিতীয় পর্যায়ের বিশেষ বর্ধিত সভায় তিনি এমন আহবান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে নেতকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। জানান, ৭৫ এ পরিবারের সদস্যদের হারিয়ে আওয়ামী লীগ এখন তার পরিবার।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে এসে মানুষের ভালবাসা কুড়িয়েছেন। আওয়ামী লীগের সকল আন্দোলনই ছিল গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য।

তৃণমূল ঐকবদ্ধ থাকলে মানুষের সেবা করার সুযোগ আরো বিস্তৃত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সন্ত্রাস-জঙ্গিবাদের মতো মাদককেও সমস্যা হিসেবে নিয়ে সমাধানে তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply