টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

|

ছবি: সংগৃহীত।

শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কর্ণধার হতে চলেছেন ইলন মাস্ক। দায়িত্ব নিয়েই টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন তিনি, সংশ্লিষ্টদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, খরচ সাশ্রয়ের লক্ষ্যে এমন পদক্ষেপ নেবেন ইলন মাস্ক। আগামী বছরের শেষ নাগাদ ৮০ কোটি মার্কিন ডলার বেতন কমিয়ে আনার পরিকল্পনাও রয়েছে তাদের। কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের সাথে এরই মধ্যে আলোচনা করেছেন ইলন মাস্ক, এমন তথ্য প্রকাশ করেছে দ্যা ওয়াশিংটন পোস্ট।

বলা হচ্ছে, ইলন মাস্কের হস্তক্ষেপে টুইটারে কর্মরত কর্মীর সংখ্যা সাড়ে ৭ হাজার থেকে কমিয়ে দুই হাজারে আনা হবে। বিশ্বের শীর্ষ এ ধনকুবেরের টুইটার কেনা নিয়ে শুরু থেকেই চলছে নানা নাটকীয়তা। আনুষ্ঠানিক ঘোষণার পরও হঠাৎই চুক্তি ভেঙে সিদ্ধান্ত থেকে সরে যান তিনি। সবশেষ টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইকোর্ট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply