অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শান মাসুদ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে লম্বা হচ্ছে ইনজুরির মিছিল। এবার অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে পাকিস্তানি ব্যাটার শান মাসুদকে।

শুক্রবার (২১ অক্টোবর) মেলবোর্নে দলীয় অনুশীলনে এই দুর্ঘটনা ঘটে। নেট অনুশীলনে মোহাম্মদ নওয়াজের একটি শট গিয়ে লাগে শান মাসুদের মাথার ডান পাশে। বলের আঘাতে মাটিতে শুয়ে পড়েন মাসুদ। প্রায় মিনিট সাতেক মাটিতেই পড়ে ছিলেন তিনি। সেখানেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। এরপর স্ক্যান করাতে নেয়া হয় হাসপাতালে। আঘাত পাওয়ার আগে বোলিং প্রান্তে দাঁড়িয়ে ছিলেন শান মাসুদ।

ইএসপিএনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শান মাসুদ জ্ঞান হারাননি এবং কনকাশনের কোনো ধরনের লক্ষণও তার মাঝে দেখা যায়নি। পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন, সংবেদনশীল জায়গায় খুব জোরে আঘাত পেয়েছে সে। আমি তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানি না। তবে ফিজিওর নেয়া পরীক্ষায় সে উৎরে গেছে। এখন স্ক্যান করানোর জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে, শাহীন শাহ আফ্রিদির বলে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিলো আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বৈরথ ও সম্ভাব্য সেমি ফাইনালিস্ট নিয়ে শচীনের ভবিষ্যদ্বাণী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply