মাঠের বাইরেও সাকিব অসাধারণ: শ্রীরাম

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্স মোটেও আশা জাগানিয়া নয়। তবে দলকে উজ্জীবিত রাখতে দারুণ ভূমিকা পালন করছেন দলপতি সাকিব আল হাসান। এমনটা জানিয়ে মাঠ ও বাইরে সাকিবের আচরণে মুগ্ধ বাংলাদেশ দলের টেকনিকাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তিনি বলেছেন, মাঠের বাইরেও সাকিব অসাধারণ।

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। অনুশীলনেও দলকে চনমনে রাখার দায়িত্ব পালন করছেন তিনি। পেশাদার সাকিব অস্ট্রেলিয়ার নিজের ব্যাটিং বোলিং অনুশীলন করার পাশাপাশি সতীর্থদের সাথে কথা বলছেন। আড্ডায় মজিয়ে রেখে হালকা রাখার চেষ্টা করছেন দলকে।

সাকিবের এমন প্রচেষ্টায় দারুণ খুশি শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন, সাকিব মাঠের বাইরে অসাধারণ। সবার সাথে কথা বলছে। বাকিদের গেম প্ল্যা্নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করছে। এখন মিটিংয়ে দলের সবাই কথা বলে। এটা অসাধারণ।

শনিবার (২২ অক্টোবর) ব্রিসবেন থেকে হোবার্ট পৌঁছাবে বাংলাদেশ দল। স্থানীয় সময় রাত ৮টা আর বাংলাদেশ সময় বিকাল ৩টায় কিংস্টন টুইন ওভালে অনুশীলন করবে সাকিবের দল।

আরও পড়ুন: ডাচদের পর গ্রুপ সঙ্গী জিম্বাবুয়ে; ১৫ বছরের খরা ঘুচবে এবার?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply