উগান্ডায় আশঙ্কাজনকহারে বাড়ছে ইবোলার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গেল এক মাসে দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশতাধিক। খবর এবিসি নিউজের।
নমুনা পরীক্ষা আরও ৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে সংক্রমণ। সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে আরও ২০ জন। সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। সংক্রমণের হটস্পট বলা হচ্ছে রাজধানী কাম্পালাকে। আরও দুই শহরে জারি রয়েছে তিন সপ্তাহের লকডাউন। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বার, নাইটক্লাব, উপাসনালয় ও ভ্রমণকেন্দ্রগুলো। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবার ক্ষেত্রেও আরোপ হয়েছে নিষেধাজ্ঞা। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।
গেল সেপ্টেম্বর মাস থেকে উগান্ডায় বাড়তে শুরু করে ইবোলা। শুরুতে লকডাউন দিতে অস্বীকৃতি জানান দেশটির প্রেসিডেন্ট।
এটিএম/
Leave a reply