পানির সংকট, রাজধানীর সিদ্ধেশ্বরীতে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

|

পানির দাবিতে খালি বালতি ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা। তাদের দাবি, গত কয়েকদিন ধরে এই এলাকায় পানি নেই। প্রতিদিন আশ্বাস দিয়েও পানি সরবরাহ করছে না ওয়াসা। ফলে পানির সংকটে ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর।

শনিবার (২২ অক্টোবর) সকালে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ মিছিল। এলাকাবাসী জানান, গত ৪ দিন ধরে সার্কুলার রোড এলাকায় পানি নেই। ওয়াসা প্রতিদিনই বলছে, ২৪ ঘণ্টার মধ্যে সংকট কেটে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে সংকট আরও প্রকট হচ্ছে। পানি না থাকায় প্রায় ২ হাজার বাসিন্দা দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ সময় ওয়াসার পানির গাড়ি আসলে গাড়ির সামনেই বিক্ষোভ করেন বাসিন্দারা। সংকটের সমাধান না হলে কারওয়ানবাজার ওয়াসা অফিস ঘেরাও করারও ঘোষণা দেন ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয়রা বলেন, গত ৫-৬ দিন ধরে পানি নেই। মোটর ছাড়লেও পানি আসে না। কিনে এনে পানির সংকট মেটানোর চেষ্টা করছি আমরা। পানির অভাবে খাওয়া, রান্না-বান্না ও ওযুও করা যাচ্ছে না। তাই কর্তৃপক্ষের কাছে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply