প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো ইতালি

|

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি। শনিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে হয় শপথ গ্রহণ। খবর রয়টার্সের।

গত মাসে জাতীয় নির্বাচনে জয়ী হয় কনজারভেটিভদের জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে কট্টরপন্থী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৪৫ বছর বয়সী মেলোনি। ন্যাশনালিস্ট ব্রাদার্স অব ইতালি’র প্রধান মেলোনি নিজেকে ন্যাটো ও ইইউপন্থী হিসেবে দাবি করেছেন।

শুক্রবার তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সাথে সাক্ষাৎ করেন। জমা দিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা। জায়গা পেয়েছেন জোটের সব দলের সদস্যরাই। আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবে জোট সরকার। দায়িত্ব নিয়েই চলমান জ্বালানি সংকট, মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জগুলোর মুখে পড়বেন নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply