গ্রুপ পর্বের যত রেকর্ড

|

রোমাঞ্চ আর উন্মাদনা ছড়িয়ে শেষ হল রাশিয়া বিশ্বকাপের প্রথমপর্ব। ৩২ দলের আসর এখন ১৬ দলের টুর্নামেন্ট। এবার শুরু নকআউট পর্ব। ১৫ দিনের গ্রুপপর্বের ৪৮ ম্যাচ শেষে খানিকটা পেছন ফিরে তাকানো যাক-

গ্রুপপর্বে সর্বোচ্চ পয়েন্ট- ৯।

উরুগুয়ে, বেলজিয়াম, ক্রোয়েশিয়া

সর্বোচ্চ গোলদাতা- হ্যারি কেন (ইংল্যান্ড), গোল ৫। চারটি করে গোল পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বেলজিয়ামের রোমেলু লুকাকুর

মোট গোল- ১২২টি

ম্যাচপ্রতি গোল- ২.৫টি

সবচেয়ে বেশি গোল

দিয়েছে- বেলজিয়াম, ৯টি

সবচেয়ে কম গোল

দিয়েছে- পানামা, ১টি

সবচেয়ে বেশি গোল হজম- পানামা, ১১টি

সবচেয়ে কম গোল

হজম- উরুগুয়ে কোনো গোল খায়নি

গোলমুখে সবচেয়ে বেশি আক্রমণ- নেইমার

(ব্রাজিল), ১৭ বার

সবচেয়ে বেশি আক্রমণ- জার্মানি, ২৫২ বার

এক ম্যাচে সর্বোচ্চ গোল- ৭টি। বেলজিয়াম-তিউনিশিয়া

এক ম্যাচে সর্বোচ্চ আক্রমণ- ৩১, বেলজিয়াম-তিউনিশিয়া

সবচেয়ে বেশি দৌড়েছেন- ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্ক মিডফিল্ডার। গ্রুপপর্বে গড়ে ১২ কিলোমিটার করে মোট ৩৬ কিলোমিটার দৌড়েছেন

মোট পাস- ৩৬,৩৪৯টি। ম্যাচপ্রতি ৭৫৭টি

সবচেয়ে বেশি পাস-

স্পেন ২০৮৯টি

সবচেয়ে বেশি সফল পাস দিয়েছেন- টনি ক্রুস, ৩১০টি

রক্ষণে সবচেয়ে সফল দল- ইরান। ১৪৯টি ট্যাকল ও সেভ

সবচেয়ে বেশি গোল ফিরিয়েছেন- মেক্সিকান গোলরক্ষক গির্লেমো

ওচোয়া, ১৭টি

মোট হলুদ কার্ড- ১৫৮টি। ম্যাচপ্রতি ৩.৪টি

মোট লাল কার্ড- ৩টি।

গড়ে ০.০৬টি

সবচেয়ে বেশি কার্ড দেখেছে- পানামা, ১১টি। তারা ফাউল করেছে ৪৯টি

সবচেয়ে কম কার্ড দেখেছে- স্পেন, মাত্র ১টি

যত রেকর্ড

আত্মঘাতী গোল- ৯টি

পেনাল্টি- ২৪টি। ছয়টিতে

গোল হয়নি

সবচেয়ে বয়স্ক খেলোয়াড়- এসাম এল-হাদারি। মিসর, ৪৫ বছর ১৬১ দিনে বিশ্বকাপে খেলতে নামেন

আন্তর্জাতিক ম্যাচে ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোল- ৮৫টি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ৩৩ বছর বয়সে

বিশ্বকাপে টানা গোলের ম্যাচ- প্রথম ৩৬ ম্যাচের প্রতিটিতে গোল হয়েছে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply