পটুয়াখালীর বাউফলে ছেলের কাছে ভরণপোষণ চাওয়ায় জমিলা খাতুন নামে এক মাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার ছেলে ও পুত্রবধূ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।
মা জমিলা খাতুন একই এলাকার বাসিন্দা।
আহত জমিলা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ছেলে জালাল তার কোনো ভরণপোষণ দিচ্ছে না। সকালে ভরণপোষণের কথা বলতে গেলে ছেলে জালাল সর্দার (৪২) ও তার স্ত্রী শারমিন (২৫) উত্তেজিত হয়ে প্রথমে মুগুইর (মুগ ডাল ছাড়াতে কাঠ দিয়ে বানানো এক ধরনের গাবগাছের তৈরি মোটা লাঠি) দিয়ে উপর্যুপরি পিটিয়ে জখম করে। এর পর ছেলে ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।
এ সময়ে জমিলা খাতুনের এক নাতি আমিনুল (২৪) এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে ছেলে ও তার বধূ। পরে বাড়ির আঙিনায় কাঁদার মধ্যে তাকে বিবস্ত্র করে ফেলে দা দিয়ে গলা কাটতে গেলে জমিলা খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি- এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply