ইংল্যান্ডের বোলিং তোপে আফগানদের মন্থর ব্যাটিং

|

ছবি: সংগৃহীত

বেন স্টোকস, মার্ক উডদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান। পার্থে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রতিবেদনটি লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান।

বোলিং আক্রমণে এসেই প্রথম বলে আফগান উদ্বোধনী জুটি ভেঙে দেন ফাস্ট বোলার মার্ক উড। দারুণ এক লেংথ বলে রাহমানুল্লাহ গুরবাজকে উইকেটের পেছনে জস বাটলারের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর, দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি হযরতুল্লাহ জাজাইকে সাজঘরে ফেরান অলরাউন্ডার বেন স্টোকস।

আফগান ইনিংসকে টেনে নেয়া ইব্রাহিম জাদরানকে ব্যক্তিগত ৩২ রানে আউট করেছেন বাঁহাতি পেসার স্যাম কারেন। জাদরানের ৩২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়। ক্রিজে এখন আছেন নাযিবুল্লাহ জাদরান ও উসমান ঘানি।

আরও পড়ুন: ‘বিশ্বকাপ থেকে উইন্ডিজের বাদ পড়া নিয়ে হবে তদন্ত’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply