চোখ কোটরের বাইরে এনে বিশ্ব রেকর্ড

|

ছবি: সংগৃহীত

দুই চোখ কোটরের বাইরে এনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের সিডনি ডি কারভালহো মেসকুইটা (টিও চিকো) নামে এক ব্যক্তি।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েব সাইটে বলা হয়, চিকোর চোখ তার কোটর থেকে ১৮.২ মিলিমিটার বা ০.৭১ ইঞ্চি সামনের দিকে প্রসারিত হতে পারে।

চোখ ধাঁধানো এ প্রতিভা চিকো আবিষ্কার করেন ৯ বছর বয়সে। তিনি তার চোখের এ কারসাজি বন্ধু ও পরিবারের সদস্যদের দেখালে তারা মুগ্ধ হন।

চিকো বলেন, আমার যোগ্যতা অবশ্যই উপহার। এটি এসেছে বাবা, মা এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে। বিশ্বরেকর্ডের তকমা পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply