ইসরায়েলে ইহুদি বাহিনীর অভিযানে নিহত ২ ফিলিস্তিনি

|

পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন চলছেই। শনিবার (২২ অক্টোবর) ইহুদি বাহিনীর অভিযানে নিহত হন দুই ফিলিস্তিনি। খবর এপির।

ইসরায়েলের দাবি, চেকপয়েন্ট পার হয়ে অবৈধভাবে ইসরায়েলে ঢুকে পড়েছিল একটি গাড়ি। আটক করতে চাইলে পালানোর চেষ্টা করে আরোহীরা। এক ইহুদি সেনাকে ধাক্কাও মারে। সেসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। মাথায় গুলিবিদ্ধ হন। ৩২ বছর বয়সী আরাফাহ রাবি। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।

আরেকদিকে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে পূর্ব জেরুজালেমে। তেল আবিবের দাবি, আবারও ইহুদি সেনাদের ওপর হামলার চেষ্টা করায় গুলি করা হয় ওই তরুণকে। গত কয়েকমাসে একাধিক গুপ্ত হামলায় প্রাণ যায় ১৯ ইসরায়েলি সেনার। এরপরই বেড়ে যায় ধরপাকড়। তেল আবিবের আগ্রাসনে চলতি বছর মৃত্যু হয়েছে ১২০ জনের বেশি ফিলিস্তিনির।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply